সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে আজ ৭ মে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকা, আন্দরকিল্লা, চকবাজার, টাইগারপাস ও আশপাশের মূল সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সড়কে অবৈধভাবে চলাচলরত মোট ৩৪টি গ্রাম সিএনজি অটোরিক্সা ও ব্যাপারী রিক্সা আটক করা হয়েছে। তন্মধ্যে অবেধ গ্রাম সিএনজি অটোরিক্সা ২১টি ও ব্যাটারী চালিত রিক্সা ১৩টি।
আটককৃত অবৈধ থ্রি-হুইলারগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ পরিচালিত অভিযানে অংশ নেন টিআই (বাকলিয়া) মোঃ মনিরুজ্জামান, টিআই (আন্দরকিল্লা) মোঃ আবদুল মুকিত, টিআই (চকবাজার) বিপ্লব পাল, টিআই (টাইগারপাস) অপূর্ব পাল ও কর্তব্যরত সার্জেন্ট-কনস্টেবলগণ।
সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা জানান, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারী রিক্সা ও গ্রাম সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
জেএন/এমআর