চবিতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের অজগর, পাহাড়ে অবমুক্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার একটি কলোনীতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের ১২ ফুট লম্বা একটি অজগর সাপ।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (৯ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদসংলগ্ন কলোনি থেকে সাপটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের গবেষক রফিক ইসলাম।

- Advertisement -google news follower

পরে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন নির্জন পাহাড়ে সাপটিকে অবমুক্ত করা হয়।

রফিক ইসলাম বলেন, কলোনিতে বসবাসরত কয়েকজন বাসিন্দা মঙ্গলবার রাতে সাপের বিষয়টি জানান। খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৈাছে সাপটিকে উদ্ধার করে নির্জন পাহাড়ে অবমুক্ত করে দেয়া হয়েছে।

- Advertisement -islamibank

রফিক আরও বলেন, সাপটি বার্মিজ পাইথন (Python bivittatus) বা অজগর সাপ। এটি প্রায় ১২ ফুট লম্বা হবে, ওজন ২০ কেজির বেশি হবে। অজগর সাপ অবিষধর সাপ।

খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM