ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দুই দিনে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪২ জন। নিহতদের মধ্যে ১০ বছরের একটি মেয়েসহ চার শিশুও রয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
ফিলিস্তিনের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল এমন অভিযান অব্যাহত রেখেছে বলে দাবি স্থানীয়দের।
মঙ্গলবার (৯ মে) ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী।
ওই হামলায় গোষ্ঠীটির তিন জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ১৫ জন নিহত হন। এদের মধ্যে ১০ বছর বয়সী লায়ান এমডৌকসহ চারটি শিশুও রয়েছে।
বুধবার অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের দুই যোদ্ধাসহ আরও পাঁচ ফিলিস্তিনি। সূত্র: আল-জাজিরা