অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকায় নৌবাহিনীর ২১ জাহাজ, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সতর্ক করছে নৌবাহিনী সদস্যরা।
দুর্যোগ পরবর্তী জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য নৌবাহিনীর ২১ জাহাজ, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট প্রস্তুত আছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেএন/পিআর