চট্টগ্রামে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ২৮৪ মেডিকেল টিম প্রস্তুত

চট্টগ্রামে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলা সিভিল কার্যালয় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে ২৮৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

- Advertisement -

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী শনিবার (১৩ মে) সকালে এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। জেলার ১৫টি উপজেলার ২০০টি ইউনিয়নের প্রতিটিতে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে পাঁচটি করে ৭০টি, সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টিসহ মোট ২৮৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

- Advertisement -islamibank

এদিকে, চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগের সব চিকিৎসকসহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM