বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের সব শিক্ষা বোর্ডের সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকারের সই করা এক অফিস আদেশে একথা জানানো হয়।
আদেশে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়।
কিন্তু সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষার সকল বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত তারিখের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচী বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে আদেশে জানানো হয়।
মঙ্গলবার থেকে পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও জানানো হয় সেখানে।
এর আগে, শুক্রবার চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
পরে ওই পাঁচটি বোর্ডসহ যশোর বোর্ডেরও রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
জেএন/পিআর