চট্টগ্রামে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় নজরুল কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়ে হাছিনা বেগম টুনু (৫৩) নামে শারীরিক প্রতিবন্ধী এক নারী মারা গেছেন।

- Advertisement -

নিহত হাছিনা ওই কলোনির জাকির হোসেনের স্ত্রী। আজ রবিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম জানান, নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় সকাল ১০টা ৫ মিনিটে আগুনের খবর পায়। লামারবাজার ও কালুরঘাট থেকে ২টি ইউনিটটের চারটি গাড়ি গিয়ে দুপুর পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -islamibank

সংঘটিত অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এছাড়া আমাদের ফায়ার সার্ভিসের এক কর্মীও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বললেন এ কর্মকর্তা।

চান্দাগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম বলেন, সকালে এককিলোমিটার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে হাছিনা বেগম নামে এক বৃদ্ধাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM