অ্যানিমিয়ায় আক্রান্ত ১৩ বছরের মেয়েকে সরকারি হাসপাতালে ভর্তি করেন বাবা। সোমবার (১৫ মে) রাতেই মৃত্যুবরণ করেন মেয়ে।
মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি অ্যাম্বুলেন্স চান বাবা। কিন্তু বাড়ি প্রায় ৭০ কি.মি. দূরে হওয়ায় অ্যাম্বুলেন্স দিতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ।
আলাদা গাড়ি ভাড়া করে মেয়ের মরদেহ নিয়ে যাওয়ার মত টাকা নেই বাবার কাছে। তাই মেয়ের মরদেহ নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরেন বাবা।
ভারতের মধ্যপ্রদেশের শাহদোল এ মর্মান্তিক ঘটনা ঘটে। শাহদোল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কোটা গ্রামের বাসিন্দা লক্ষ্মণ সিং। ১৩ বছরের মেয়ে মাধুরীকে শাহদোলের এক সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন তিনি।
সেখানে মেয়ের মৃত্যু হলে মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন লক্ষ্মণ। খবর: এনডিটিভি