এখন থেকে ১২ ঘন্টা চলবে মেট্রোরেল, শুক্রবার বন্ধ

আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে।

- Advertisement -

মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এ সময়সূচি কার্যকর হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল সম্মেলন কক্ষে তিনি এ তথ্য জানান।

ডিএমটিসিএল এমডি বলেন, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করব। জনগণের চাহিদা বিবেচনায় নতুন সময়সূচিতে চলব।

- Advertisement -islamibank

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বৃহস্পতিবার (১৮ মে) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, মেট্রোরেলের দ্বিতীয় ভাগ আগারগাঁও থেকে মতিঝিল অগ্রগতি ৯০ ভাগ। জুলাই মাস থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হবে।

তিনি জানান, আগামী ডিসেম্বরের আগেই আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু করতে চায় কর্তৃপক্ষ। সেইসাথে ২০২৫ সালের জুন মাসের মধ্যেই কমলাপুরের বর্ধিত অংশ চালুর পরিকল্পনা রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM