ফেনীর সোনাগাজীতে মা ও মেয়েকে গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূরুল আফসারকে দীর্ঘ ২৩ বছর পর গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নুরুল আফসার ঘটনার পর গ্রেফতার হলেও জামিনে গিয়ে দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন।
র্যাব জানায়, ভুক্তভোগীরা কুয়েত প্রবাসীর স্ত্রী ও মেয়ে। গৃহকর্তা বিদেশ থাকার সুবাদে কতিপয় দুস্কৃতিকারী প্রবাসীর স্ত্রী ও কন্যাকে প্রায়ই উক্ত্যক্ত করত।
তারই ধারাবাহিকতায় ২০০০ সালের ৫ ফেব্রুয়ারি রাতে ৪/৫ জন দুস্কৃতিকারী ভিকটিমের বসত বাড়িতে ঢুকে মা-মেয়েকে গণধর্ষণ করে।
এসময় ভিকটিমদ্বয় আসামিদের চিনে ফেলে। পরে এ ঘটনায় ভিকটিম ফেনী জেলার সোনাগাজী থানায় নুরুল আফসারসহ কয়েকজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার এজারহার নামীয় প্রধান আসামি নুরুল আফসারসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকার্য শুরু হয়।
পরে ২০০২ সালে বিচারকার্য শেষে অভিযুক্ত সাত আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত।
জেএন/পিআর