প্রশান্ত মহাসাগরে ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্স নিয়ন্ত্রিত নিউ ক্যালেডোনিয়ায় রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

- Advertisement -

স্থানীয় সময় শুক্রবার (১৯ মে) দুপুর ১২টা ৫৭ মিনিটে নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে।

- Advertisement -google news follower

ভূমিকম্পের কিছুক্ষণ পর ১টা ১০ মিনিটে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, আল-জাজিরা। প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) জানিয়েছে, ভানুয়াতু, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়ার জন্য সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

- Advertisement -islamibank

অন্যদিকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় অবকাশযাপন দ্বীপ লর্ড হোয়ে আইল্যান্ড সুনামি সর্তকতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো বলেছে, তার পূর্ব উপকূলে লর্ড হাও দ্বীপেও সুনামির আশঙ্কা রয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবারের এই ভূমিকম্পটি ভুপৃষ্ঠের প্রায় ৩৭ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

নিউজিল্যান্ড বলেছে, ভূমিকম্পের জেরে তাদের উপকূলে সুনামির কোনও সুস্পষ্ট হুমকি সৃষ্টি হয়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM