ইতালিতে টানা ভারী বর্ষণের পর সৃষ্ট বন্যায় নিহত ১৩

ইতালিতে ২০টির বেশি নদীর পানি প্লাবিত হয়ে সৃষ্ট বন্যায় বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এসময় ১৩ হাজার বাসিন্দাকে বাড়িঘর ছাড়তে হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

- Advertisement -

গত দেড় দিন টানা ভারী বর্ষণের পর এ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

- Advertisement -google news follower

বোলোগনা শহর ও উত্তর-পূর্ব উপকূলের মধ্যবর্তী প্রায় ১১৫ বর্গকিলোমিটারে সব কয়েকটি নদী প্লাবিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ মে) এসব এলাকা থেকে আরও মরদেহ পাওয়া গেছে।

এসব অঞ্চলে প্রায় ২৮০টি ভূমিধসের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

- Advertisement -islamibank

বোলোগনার দক্ষিণে বোটেঘিনো ডি জোকা এলাকায় ৭১ বছর বয়সী রবার্টা লাজারিনির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘ভয়ানক খারাপ ৪৮ ঘণ্টা পার করলাম। পুরো গ্রাম পানি-কাদায় তলিয়ে গেছে।’

বুধবার (১৭ মে) তাদের গ্রামের রাস্তা, বাড়ি, বাগানসহ সব প্লাবিত হয়েছে বলে জানান তিনি। সূত্র: বিবিসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM