খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তে অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম নগরীর পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

আজ রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

- Advertisement -google news follower

অভিযান শেষে উমর ফারুক বলেন, ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হওয়া এবং দোকানে মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে বার আওলিয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা, ফরিদপুর বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা এবং জাহেদ নামে এক বেপারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এ ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উমর ফারুক আরও বলেন, পাইকারি বাজারের পাশাপাশি গত কিছুদিনের ব্যবধানে খুচরা বাজারেও পেঁয়াজের দাম অস্থির হয়ে উঠেছে। এর কারণ খুঁজতে অন্যান্য বাজারেও অভিযান চালানো হবে। অস্বাভাবিক দামে পেঁয়াজসহ ভোগ্যপণ্য বিক্রির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM