সৌদি আরবের নাগরিক হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সফলভাবে অবতরণ করেছেন দুই নভোচারী।
সৌদির এই দুই মহাকাশচারীর একজন রায়ানাহ বারনাভি। পেশায় স্তন ক্যানসার গবেষক রায়ানাহ মহাকাশে যাওয়া সৌদির প্রথম কোনো নারী হিসেবে নাম লেখালেন।
বারনাভির সঙ্গে এই সফলতায় অংশীদার সৌদির আরও এক নভোচারীর নাম আলী আল-কারনি। তিনি পেশায় যুদ্ধবিমানের পাইলট। তাদের সঙ্গে থাকা অন্য দুইজন হচ্ছেন নভোচারী পেগি উইটসনস এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বৈমানিক জন সফনার।
এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় রবিবার (২১ মে) বিকেল ৫টা ৩৭ মিনিটে সৌদির এই দুই নভোচারীসহ চার সদস্যের মিশনটি যাত্রা শুরু করে। সূত্র: আরব নিউজ