সন্দ্বীপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার সময় বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
সত্যতা নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার সময় বিভিন্ন কেন্দ্র থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো.আরিফ বলেন, কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তাকে আটক করে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হচ্ছে।
জেএন/পিআর