মার্কিন নতুন ভিসা নীতিতে অর্থ পাচার কমবে: মোমেন

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সরকার যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে তাতে দেশ থেকে অর্থ পাচার কমবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

- Advertisement -

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শনিবার তিনি বলেন, ‘মার্কিন ভিসা নীতির ফলে অর্থ পাচার কমবে বলে আশা করি। ওইসব দেশে যারা যায় তাদের উদ্বিগ্ন হওয়ার ব্যাপার আছে।

- Advertisement -google news follower

নতুন ভিসা নীতিতে সাধারণ ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই-এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন ভিসা নীতির ফলে শুধু সরকারি কর্মচারী, ব্যবসায়ী, আমলা- যারা যুক্তরাষ্ট্রের ভিসা নেয়, তারা উদ্বিগ্ন হবে। সাধারণ ভোটার, এজেন্ট যারা, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

নির্বাচনকে উৎসাহিত করতে বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন দেশটির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন।

- Advertisement -islamibank

এসময় চার দেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত নিরাপত্তা তুলে নেয়া বিষয়ে কথা বলেন তিনি। আব্দুল মোমেন প্রশ্ন করেন, ‘দেশে রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে কোন দিন কোন সমস্যা হয়েছে?

তিনি বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে বদিউল আলমের বাসায় সমস্যা হয়েছিল। দেশের নিরাপত্তা সমস্যা নেই। রাষ্ট্রদূতরা কেউ তো কোন অপরাধ করেনি যে ক্রাইসিস হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM