চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ২শ লিটার ভোজ্যতেলসহ চারজন পাচারকারীকে আটক করেছে নৌ পুলিশ।
পাচারের গোপন তথ্য পেয়ে আজ রবিবার (২৮ মে) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোজ্যতেল পাচারে ব্যবহৃত দুটি নৌযান জব্দ করা হয়।
চট্টগ্রাম নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, এমভি ওশেন ভিউ নামের একটি লাইটার জাহাজের পানির ট্যাঙ্কে ১ হাজার ২০০ লিটার অপরিশোধিত ভোজ্যতেল পাওয়া যায়। যা এমটি বুলবুল নামের একটি অয়েল ট্যাংকার থেকে স্থানান্তর করা হয়।
পাচারের সঙ্গে জড়িত থাকায় এমভি ওশেন ভিউ’র দুই নাবিককে আটক করা হয়। জব্দ করা হয় ওশেন ভিউকে। পরে তাড়া করে ধরা হয় এমটি বুলবুলকে। আটক করা হয় দুই নাবিককে। তবে পালিয়ে যায় আরও পাঁচজন।
তিনি আরও জানান, তেলগুলো আনা হয়েছিল এস আলম অয়েলমিলের জন্য। যে লাইটারটিতে ১ হাজার ২০০ লিটার তেল স্থানান্তর করা হয়, সেটি ঢাকা যাবার কথা। দীর্ঘদিন ধরে কর্ণফুলী ও বঙ্গোপসাগরে তেল পাচারকারী চক্র সক্রিয় রয়েছে বলে জানান নৌ থানার ওসি।
জেএন/পিআর