আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশ দল ঘোষণা হয়েছে। রবিবার (৪ জুন) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত নতুন দলে বদল হয়েছে অধিনায়ক। সুযোগ পেয়েছেন নতুন দুই মুখ। সাকিব আল হাসান চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন আগেই।
তার জায়গায় নেতৃত্ব দেওয়ার কথা সহ-অধিনায়ক লিটন দাসেরই। হয়েছেও সেটাই। আফগান সিরিজে সেনাপতি হয়েছেন লিটন দাস।
একমাত্র টেস্টের স্কোয়াডে বড় চমক দুই নতুন মুখ। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা ব্যাটার শাহাদাৎ হোসেন দীপু ও রংপুরের পেসার মুশফিক হাসান দলে সুযোগ পেয়েছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজেও খেলেছেন দুজন।
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলে বাংলাদেশ। ওই স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম ও রেজাউর রহমান রাজা। তাদের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।
আফগানিস্তানের বিরুদ্ধে এক মাত্র টেস্টে বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাৎ হোসেন দীপু ও মুশফিক হাসান।
জেএন/পিআর