উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। সোমবার ভোরে উখিয়ার কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত যুবকের নাম বশির আহম্মদ (১৯)। তিনি ক্যাম্পের রহমত উল্যাহর ছেলে।

- Advertisement -google news follower

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী এসে বশিরকে গলায় গুলি করে মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

ওসি জানান, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে।

ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM