রাইস মিলে বিস্ফোরণ: নিহত ১,আহত ২

গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোর‌ণে ঘটনাস্থলেই ১ জন নিহত এবং নিহতের ২ সন্তান আহত হ‌য়ে‌ছে।

- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাটে অবস্থিত মনোরমা রাইস মিলে এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত ও আহতরা রাইস মি‌লে‌র মধ্যে তৈরি করা ঘ‌রে ঘুমিয়ে ছিলেন। নিহতের বাড়ি সদর উপজেলার হরিদাসপুর পূর্ব পাড়া গ্রামে।

তার বাবার নাম ইউসুফ মোল্লা। রাইচ মিলে কর্মী হিসেবে নূর ইসলাম মোল্লার স্ত্রী নিপা বেগম (২৫) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

- Advertisement -islamibank

জানা গেছে, রাতে ওই রাইসমিল কর্মী দুই সন্তান ও স্বামী নিয়ে রাইস মিলের বয়লারের পাশের রুমে ঘুমিয়েছিলেন। আজ মঙ্গলবার (৬জুন) ভোর সাড়ে ৫টার দি‌কে হঠাৎ রাইস মিলের বয়লার বিস্ফোরণ হলে ঘরের দেয়াল ভেঙ্গে নুরুল ইসলাম ও সন্তানদের শরীরের ওপর পড়ে। ঘটনাস্থলে নুর ইসলাম মো‌ল্যা (৪৫) নিহত হয়। আহত হয় তার শিশু ২ সন্তান।

পরবর্তীতে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহায়তায় নিহত-আহতদের উদ্ধার করা হয় এবং তার দুই সন্তান রোমানা (১১) ও মোস্তাকিমকে (৫) আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM