একাদশ সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
রোববার (১১ নভেম্বর) সকাল ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ছোট ছোট ইস্যু থেকে দুর্বৃত্তরা যাতে বড় ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নজরদারি বাড়াতে হবে।
তিনি ইটভাটায় যাতে কাঠ পোড়ানো না হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
সভায় পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, নির্বাচন উপলক্ষে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
তিনি জানান, যানজট নিরসনে চট্টগ্রাম জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় কম ট্রাফিক থাকায় কোনো বিশেষ সেবা দেওয়া যাচ্ছে না। তবে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা চলছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবিরের সঞ্চালনায় চট্টগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।