সীতাকুণ্ডে বিলুপ্তপ্রায় ৭টি তক্ষকসহ ৫ পাচারকারী ধরল ডিবি পুলিশ

চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিলুপ্তপ্রায় ৭টি তক্ষকসহ ৫ পাচারকারীকে আটক করা হয়েছে।

- Advertisement -

সোমবার (৫ জুন) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশী করে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আটকরা হলেন- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আবিদরপাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৪৭), পিরোজপুর জেলা সদর থানার কদমতলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মো. নীলচাঁন শেখ ওরফে রাব্বি (২৬), মো. আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২) ও লক্ষ্মীপুর জেলার সদর থানার শরীফপুর এলাকার বাসিন্দা মো. মুক্তার হোসেন (৪৫)।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি)র পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান, জব্দকৃত বিলুপ্তপ্রায় ৭ তক্ষক উদ্ধারের পর বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের নিকট হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -islamibank

তাছাড়া আটক ৫ পাচারকারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি তৎসহ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ)/৪১ ধারায় সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM