চট্টগ্রামের সন্দ্বীপে বিষধর সাপের কামড়ে ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত স্কুলছাত্রীর নাম রাবেয়া বেগম (১২)। রাবেয়া উরিরচর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও উরিরচর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বলি মাঝির বাড়ির মো.মোহাব্বত সওদাগরের কন্যা।
রাবেয়ার পারিবারিক সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে ঘুরতে গেলে সেখানে ঘরের মধ্যে বিষধর সাপে তাকে কামড় দেয়। সে দ্রুত এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এর কিছুক্ষণ পরে সে মারা যায়।
রাবেয়ার পিতা মোহাব্বত সদাগর জানান,আমার মেয়ে তাকে সাপে কামড়ানোর কথা জানালে আমরা তাকে চিকিৎসার জন্য নোয়াখালী নেওয়ার ব্যবস্থা করছিলাম। কিন্তু মেয়ে আর সময় দিলনা, এক থেকে দেড় ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়।
জেএন/পিআর