একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। তিনি চট্টগ্রাম-১০ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন।
রোববার (১১ নভেম্বর) সকালে নির্বাচনী অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে ফরিদ মাহমুদ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তিনি ।
ফরিদ মাহমুদ জয়নিউজকে জানান, আমি বিভিন্ন সামাজিক উন্নয়ন, চট্টগ্রামের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, নারী উন্নয়নের সাথে সম্পৃক্ত। আমি আশাবাদী আমার মনোনয়ন পত্র গ্রহণ করা হবে। জননেত্রী শেখ হাসিনা আমার মূল্যায়ন করবেন।