ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের সব সম্পত্তি অবরুদ্ধ (জব্দ) করার আদেশ দিয়েছেন মহানগর দায়রা জজ। একইসাথে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারসহ চার জনের দেশত্যাগ নিষেধাজ্ঞা দেন আদালত।
বুধবার (২১ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এ আদেশ দেন।
৪০৬ কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে আলেশা মার্টের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করেন একজন ভুক্তভোগী।
বিভিন্ন ধরণের পণ্য দেয়ার কথা বলে অনলাইনে ব্যবসা শুরু করে আলেশা মার্ট। কিছুদিন পণ্য সরবরাহ করা হলেও এক পর্যায়ে পণ্য দেয়া বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।
জেএন/পিআর