একদিনে করোনায় আরও একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১৪৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

- Advertisement -

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট এক হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

- Advertisement -google news follower

শনাক্তদের মধ্যে ১৩৩ জন ঢাকা মহানগর, ২ জন নরসিংদী, ৩ জন চট্টগ্রাম, ১ জন কক্সবাজার, ৩ জন বগুড়া, ১ জন দিনাজপুর, ২ জন বরিশাল এবং ১ জন সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪১ হাজার ৮৯৪ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে।

- Advertisement -islamibank

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৬৪০ টি নমুনা সংগ্রহ ও ১৬৪০ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৭৭৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM