সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ মিশন জয় নিয়েই শুরু করেছে মালদ্বীপ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে ২-০ গোলে।
ভারতে হওয়া ম্যাচটিতে মালদ্বীপের হয়ে গোল দুটি করেছেন হামজা মাহমুদ ও হাসনাইন নায়িজ। ৫ মিনিটে প্রথম গোলটি করেন হামজা, ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাসনাইন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় মালদ্বীপ। পঞ্চম মিনিটেই পায় গোলের দেখা। পেনাল্টি থেকে গোল করে মালদ্বীপকে এগিয়ে নেন হামজা মাহমুদ। পরে আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকে লড়াই। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে দুইদলই লড়তে থাকে সমান তালে। মালদ্বীপ দ্বিতীয় গোলের দেখা পায় ৮৯ মিনিটে। ইব্রাহিম আইসামের বাড়ানো বলকে গোলে পরিণত করেন হাসনাইন নায়িজ।
অতিরিক্ত সময়ে অবশ্য দশজনের দলে পরিণত হয় মালদ্বীপ। পরপর দুই মিনিটে দুই হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়েন হাসনাইন রায়িফ। পরে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মালদ্বীপ।
আগামী ২৫ জুন বাংলাদেশ সময় বিকেল ৪টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। একই দিন রাত আটটায় লেবাননের মুখোমুখি হবে ভুটান।
জেএন/পিআর