আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে কুয়েতে আটক হয়েছেন বাংলাদেশিসহ ১২৪ প্রবাসী। তবে এদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি তা জানা যায়নি।
গতকাল বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল শুয়েখ, মাহবুল্লাহ, খাইতান ও ফরওয়ানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরব টাইমসের খবর অনুযায়ী, বাংলাদেশি অধ্যুষিত এসব এলাকায় আবাসিক আইন লঙ্ঘনকারী প্রবাসীদের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। আটক হওয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিন আবাসিক আইন লঙ্ঘনের কারণে অসংখ্য প্রবাসীক আটক করছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। যাদের বেশিরভাগ আকামা আইন লঙ্ঘনকারী। কুয়েতে চলমান নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জেএন/পিআর