অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় দুই নারী আটক

কুমিল্লায় অভিনব কায়দায় মাদক পরিবহনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুই নারী। ৬ কেজি গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‌্যাব-১১।

- Advertisement -

বৃহস্পতিবার (২২ জুন) রাতে জেলার আদর্শ সদর উপজেলার সাতরা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

- Advertisement -google news follower

আটক নারী মাদক ব্যবসায়ীরা হলো, জেলার আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামের মৃত রফিক মিয়ার মেয়ে বুলি আক্তার (৩০) এবং নুরপুর গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে আয়েশা বেগম ওরফে আশা (৪০)।

দুজনই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল জানায় র‍্যাব।

- Advertisement -islamibank

আজ (২৩ জুন) দুপুরে র‌্যাব কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বৃহস্পতিবার (২২ জুন) রাতে জেলার আদর্শ সদর উপজেলার সাতরা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ৬ কেজি গাঁজাসহ দুইজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চত করেন
র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM