বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ এক সপ্তাহ পিছিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল।
সোমবার (১২ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের এ কথা জানান।
পুনঃ তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার এ সময় জানান, নতুন নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর ও মনোনয়ন দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর।
এর আগে দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাহাদৎ হোসেন চৌধুরী, কবিতা খানম, মো. রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।