করোনায় বিশ্বব্যাপী আরও ৯৭ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬১২ জন। মঙ্গলবার (২৭ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৬ জনের মৃত্যু হয়েছে থাইল্যান্ডে। আক্রান্তের দিক থেকে শীর্ষে দক্ষিণ কোরিয়া। দেশটিতে ৬ হাজার ৬০১ জন আক্রান্ত হয়েছেন।

- Advertisement -google news follower

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ২৭ জন। মেক্সিকোতে আক্রান্ত ৪৯০ জন এবং মারা গেছেন সাতজন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ৫৮৬ জন এবং মারা গেছেন নয়জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৬৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯৪ হাজার ৫৬১ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৯২ জন।

- Advertisement -islamibank

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM