টোঙ্গায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

- Advertisement -

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, টোঙ্গার ওহনুয়া থেকে ২৯৬ কিলোমিটার দক্ষিণে মঙ্গলবার এই ভূমিকম্প আঘাত হানে।

- Advertisement -google news follower

সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, এর আগে গত ১৬ জুন টোঙ্গায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়াও গেলো মে মাসে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দ্বীপটি।

সবশেষ গত বছরের জানুয়ারিতে দেশটির সমুদ্রতলের আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়। এর ফলে সুনামিও আঘাত হানে দেশটিতে। এতে এক ব্রিটিশ নাগরিকসহ অন্তত তিনজন নিহত হয়েছিলেন।

- Advertisement -islamibank

টোঙ্গা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। এটি ফিজির প্রায় ৬৯৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং নিউজিল্যান্ডের প্রায় ১৯১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। পলিনেশীয় দ্বীপগুলির মধ্যে একমাত্র টোঙ্গাতেই রাজতন্ত্র টিকে আছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM