প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, টোঙ্গার ওহনুয়া থেকে ২৯৬ কিলোমিটার দক্ষিণে মঙ্গলবার এই ভূমিকম্প আঘাত হানে।
সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, এর আগে গত ১৬ জুন টোঙ্গায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়াও গেলো মে মাসে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দ্বীপটি।
সবশেষ গত বছরের জানুয়ারিতে দেশটির সমুদ্রতলের আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়। এর ফলে সুনামিও আঘাত হানে দেশটিতে। এতে এক ব্রিটিশ নাগরিকসহ অন্তত তিনজন নিহত হয়েছিলেন।
টোঙ্গা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। এটি ফিজির প্রায় ৬৯৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং নিউজিল্যান্ডের প্রায় ১৯১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। পলিনেশীয় দ্বীপগুলির মধ্যে একমাত্র টোঙ্গাতেই রাজতন্ত্র টিকে আছে।
জেএন/পিআর