ছোট ভাইকে ছুরিকাঘাতে খুন: আটক বড় ভাই

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পারিবারিক কোন্দলের জের ধরে ছোট ভাইকে ছুরিকাঘাতে খুন করেছেন বড় ভাই।

- Advertisement -

বুধবার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সম্মিলিত ট্রাকচালক সমিতির সামনে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত মাসুম (৩৪) বগুড়া দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর তালুকদারপাড়া এলাকার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে ও উপজেলা সম্মিলিত ট্রাকচালক সমিতির পিয়ন।

হত্যায় অভিযুক্ত শহীদ হাসান মণ্ডল সুইট (৩৫) নিহতের বড় ভাই। তিনি ঢাকাতে রং মিস্ত্রির কাজ করেন। তাকে আটক করেছে পুলিশ।

- Advertisement -islamibank

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সুইট ও মাসুমের মধ্যে পারিবারিক কোন্দলের জের ধরে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুইট ছুরি দিয়ে মাসুমের বুকের বাম পাশে ও পিঠে আঘাত করেন।

এতে মাসুম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন সুইটকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, সুইট নিহতের সৎ ভাই। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল।

ঈদের কারণে ঢাকা থেকে বাড়িতে আসে সুইট। বগুড়ায় এসে সেই দ্বন্দ্ব আবার শুরু হয়। এর জেরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সুইটকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM