ঢাকায় জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ ঢাকায় এসেছেন। শনিবার (১ জুলাই) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

- Advertisement -

সফরের সূচি অনুযায়ী জানা যায়, আমিনা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর একই স্থানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ‘রোড টু এসডিজি সামিট-২০২৩’ অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজে অংশ নেবেন তিনি।

- Advertisement -google news follower

পরের দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন আমিনা। পরে বাগেরহাটের মোংলায় ‘জলবায়ু অভিযোজন’ সম্পর্কিত একটি প্রকল্প পরিদর্শন শেষে সোমবার (৩ জুলাই) ঢাকা ত্যাগ করবেন তিনি।

এর আগে ২০২০ সালের মার্চে ঢাকা সফরের কথা ছিল আমিনা জে মোহাম্মেদের। তবে করোনা পরিস্থিতির কারণে সেই সফর স্থগিত হয় তার।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM