ভোমরা বন্দর দিয়ে এলো ৪ ট্রাক কাঁচা মরিচ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চার ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। রোববার (২ জুলাই) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বন্দর দিয়ে কাঁচা মরিচ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

- Advertisement -

ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত চার ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বন্দরে এসেছে। এখনো দুই ট্রাক কাঁচা মরিচ বন্দরের ওয়েট স্কেলে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে সেগুলো বন্দরে প্রবেশ করবে। এছাড়াও ওপারে বেশকিছু কাঁচা মরিচ বোঝাই ট্রাক অবস্থান করছে। সন্ধ্যার আগে সেগুলো বন্দরে পৌঁছাবে।

- Advertisement -google news follower

ভেমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. ইফেতেখার হোসেন জানান, চার ট্রাকে ৪৮ টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত বন্দরের কার্যক্রম চলবে এখনো বেশকিছু কাঁচা মরিচের ট্রাক আসতে পারে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM