মি. ডিপেন্ডেবলখ্যাত মুশফিকুর রহিমের ৪০৭ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি ও মুমিনুল হকের ১৬১ রানের ওপর ভর করে ৭ উইকেটে ৫২২ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
ইনিংস ঘোষণার পর শেষ বিকেলে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
উদ্বোধনী জুটিতে বেশ দেখেশুনে খেলেছেন মাসাকাদজা আর ব্রায়ান চারি। ১৪.১ ওভারে মাত্র ২০ রান সংগ্রহ করে তারা। তবে এত দেখেশুনে খেলেও শেষ রক্ষা হয়নি। তাইজুল ইসলামের বলে প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন মাসাকাদজা (১৪)।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৫/১, মাসাকদজা ১৪, ব্রায়ান চেরি ১০ (অপ.), ডোনাল্ড ত্রিপানো ০ (অপ.)। তাইজুল ইসলাম-৫/১।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫২২/৭ ইনিংস ঘোষণা; মুমিনুল ১৬১, মুশফিকুর ২১৯ (অপ.), মাহমুদুল্লাহ ৩৬, মিরাজ ৬৮ (অপ.)। কাইল জারভিস ৭১/৫, চাতারা ৩৪/১, ডোনাল্ড ত্রিপানো ৬৫/১।