মাত্র একদিনের ব্যবধানে আবারও ভেঙ্গেছে বৈশ্বিক গড় তাপমাত্রার রেকর্ড। মঙ্গলবার এই তাপমাত্রা বেড়ে পৌঁছায় ১৭ দশমিক ১৮ ডিগ্রি সেলসিয়াসে।
মার্কিন ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশনের (এনসিইপি) তথ্য অনুযায়ী, সোমবার বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস। পরদিনই তাপমাত্রা দশমিক এক সাত ডিগ্রি সেলসিয়াস বেড়ে ইতিহাসের উষ্ণতম দিনের নতুন রেকর্ড গড়ে।
ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসও একই তথ্য দিয়েছে।
এর আগে সর্বোচ্চ বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০১৬ সালের আগস্টে। যা ছিলো ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াস।
গবেষকরা বলছেন, চলতি বছর বার বারই ভাঙবে তাপমাত্রার এই রেকর্ড।
জাতিসংঘের আবহাওয়াবিষয়ক সংস্থা ডব্লিউএমও জানিয়েছিল, ২০২৩-২০২৭ সাল এ পাঁচ বছরে সবচেয়ে উষ্ণ সময় পার করতে পারে বিশ্ব। এই সময়ের মধ্যেই প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার যে লক্ষ্য, সেই সীমাও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করে সংস্থাটি।
জেএন/এমআর