পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ৩৬ হাজার ৬০০ টন কয়লা নিয়ে এমভি জাদোর নামের একটি জাহাজ বন্দরে নোঙর করেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ জুলাই) এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।
পায়রা বন্দর সূত্রে জানা গেছে, বুধবার জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে ভেড়ে। পরে বৃহস্পতিবার দুপুরে এমভি জাদোর নামের জাহাজটি বন্দরের ইনার অ্যাংকোরেজে পৌঁছায়। বন্ধ তাপবিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। পানামার পতাকাবাহী জাহাজটির দৈর্ঘ্য ১৮৯.৯৯ মিটার ও প্রস্থ ৩২.২৫ মিটার।
উল্লেখ্য, গত ২২ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা পায়রা বন্দরে ভেড়ে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যায়। এরপর গত ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামে আরেকটি জাহাজ বন্দরে ভেড়ে।
তবে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গিয়েছিল।
জেএন/পিআর