থাইল্যান্ডে গেলেন সেনাপ্রধান

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

- Advertisement -

শুক্রবার (৭ জুলা ) সরকারি সফরে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

- Advertisement -google news follower

আইএসপিআর জানায়, আগামী ৮ জুলাই সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার ৪২তম সাধারণ সভায় যোগদান করবেন।

সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি ওসিএ’র এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দেবেন।

- Advertisement -islamibank

এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন সেনাপ্রধান। সফর শেষে সেনাপ্রধান আগামী ১১ জুলাই বাংলাদেশে পোঁছাবেন বলে জানিয়েছে আইএসপিআর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM