চট্টগ্রামেও চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪

সারাদেশের মতো চট্টগ্রামেও চোখ রাঙ্গাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর। দিন দিন বেড়েই চলেছে এ রোগে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

- Advertisement -

তবে জেলা সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত কোন রোগীর মৃত্যু না হলেও এসময়ে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।

- Advertisement -google news follower

এরমধ্যে ১৮ জন সরকারি বিভিন্ন হাসপাতালে এবং বাকি ১৬ জন বিভিন্ন বেসরকরিি হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭২১ জন।

এ বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে শিশুসহ ১২ জন।

- Advertisement -islamibank

এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি বিভিন্ন হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড।

ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে ঘর ও আশপাশের আঙ্গিনায় জমে থাকা পানি পরিষ্কারের পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন চিকিৎসকরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM