আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সই করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলামকে বরগুনা জেলা প্রশাসক, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রতিমন্ত্রীর একান্ত সচিব) মো. আবরাউল হাছান মজুমদারকে যশোরের জেলা প্রশাসক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব দেবী চন্দ্রকে হবিগঞ্জের জেলা প্রশাসক, কক্সবাজারে কর্মরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের উপ-সচিব মোহা. খালিদ হোসেনকে বাগেরহাটের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশালের জেলা প্রশাসক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-সচিব (মহাব্যবস্থাপক) মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলার জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শাহেদ পারভেজকে নেত্রকোণার জেলা প্রশাসক, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. নূর কুতুবুল আলমকে পটুয়াখালীর জেলা প্রশাসক, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব শেখ রাসেল হাসানকে সিলেটের জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো. এহেতেশাম রেজাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷
এর আগে গত ৬ জুলাই ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।
জেএন/এমআর