১৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৮৬৩ দশমিক ০৮ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছেন কাস্টম কর্মকর্তারা। ওই যাত্রীর কাছে ১৩৬টি স্বর্ণের বার পাওয়া গেছে।

- Advertisement -

রোববার (৫ আগস্ট) সকাল সাড়ে ছয়টায় মাসকাট থেকে ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটে মো. জাহেদ নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন। জাহেদের বাড়ি হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা।

- Advertisement -google news follower

কাস্টম হাউসের উপ কমিশনার মো. নূর উদ্দিন মিলন জয়নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউএস বাংলার ওই ফ্লাইটের যাত্রীদের ওপর নজর রাখে কাস্টম কর্মকর্তারা। একপর্যায়ে গতিবিধি সন্দেহজনক হওয়ায় হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার মৃত জামাল আহমেদের ছেলে মো. জাহেদকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তার মোবাইলের ভেতর লুকানো একটি স্বর্ণের বার এবং লাগেজের ভেতর কালো স্কচ টেপে মোড়ানো আরও ১৩৫টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৬ কোটি ৮০ লাখ টাকা।

- Advertisement -islamibank

এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাস্টম হাউসের এ কর্মকর্তা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM