নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আরও পিছানোর দাবি নিয়ে বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
এসময় ফখরুল বলেন, নির্বাচন পিছানোর দাবি নিয়ে ড. কামালের নেতৃত্বে বুধবার ইসিতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক এবং এরপর ইলেক্ট্রনিক মিডিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে কথা হবে।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয়।
এসময় কাদের সিদ্দিকী বলেন, এক সপ্তাহ নয়, আমরা তো এক মাস চেয়েছি। দেশের মানুষ নির্বাচন এক মাস পিছানোর কথা বলেছে।