নির্বাচন পিছাতে বুধবার ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আরও পিছানোর দাবি নিয়ে বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা।

- Advertisement -

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

- Advertisement -google news follower

এসময় ফখরুল বলেন, নির্বাচন পিছানোর দাবি নিয়ে ড. কামালের নেতৃত্বে বুধবার ইসিতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক এবং এরপর ইলেক্ট্রনিক মিডিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে কথা হবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয়।

- Advertisement -islamibank

এসময় কাদের সিদ্দিকী বলেন, এক সপ্তাহ নয়, আমরা তো এক মাস চেয়েছি। দেশের মানুষ নির্বাচন এক মাস পিছানোর কথা বলেছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM