চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ২০১৯ সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে।
সিআইইউর অ্যাডমিশন অফিস জানায়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জামালখান মিনহাজ কমপ্লেক্সের সিআইইউর ক্যাম্পাস থেকে ভর্তির ফরম সংগ্রহ করা যাবে। বর্তমানে এখানে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে একাধিক সাবজেক্ট চালু রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিআইইউর উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী জয়নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিক্ষার দুটি লক্ষ্য রয়েছে। একটি হলো জ্ঞান সৃষ্টি, আরেকটি জ্ঞান বিতরণ। সিআইইউ গুণগত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে ফোন করা যাবে ০৩১-৬১১২৬২, ৬৩৬৪৮৪ ও ৬২২৯৪৬ নম্বরে এবং মুঠোফোনে ০১৯৪৬৯৭৩৭৭৮ নাম্বারেও পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা হলো: www.ciu.edu.bd
ঘরে বসে ফেসবুকে ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য পেতে হলে লগ ইন করুন: www.facebook.com\chittagongindependent university