আজ সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আফগান টি-টোয়েন্টি সিরিজ

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। নামবে দু’দল।

- Advertisement -

টি-টোয়েন্টিতে আফগানরা শক্তিশালী দল আর বাংলাদেশও সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে ভালো করছে। গতকাল সংবাদ সম্মেলনে এ কথা বলে টাইগার অধিনায়ক সাকিব দুই ম্যাচেই জয়ের প্রত্যয় ব্যক্ত করেন। সিলেট থেকে দিপু সিদ্দিকীর পাঠানো ছবিতে মানিক মাহমুদের রিপোর্ট।

- Advertisement -google news follower

টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রমশ অগ্রগ্রতির পথে বাংলাদেশ দল। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচে হোয়াইটওয়াশ করার পর, সিরিজ জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষেও।

এ বছর ৬ ম্যাচে ৫টিতেই জিতেছে টাইগাররা। তাদের সামনে এবার আফগান চ্যালেঞ্জ। রশিদ, মুজিবদের দলটা বর্তমান সময়ে বিশ্ব টি-টোয়েন্টিতে অন্যতম ক্ষুরধার দল। একমাত্র টেস্টে আফগানদের হারানো টাইগাররা ওয়ানডে সিরিজে সফল হতে পারেনি। হেরে যায় ২-১ ব্যবধানে।

- Advertisement -islamibank

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা আছে সাকিবদের। মূর্তিমান আতঙ্ক হতে পারেন লেগস্পিনার রশিদ খান। তবে কোনো জুজুর ভয় নয়, নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন টাইগার ক্যাপ্টেন। জিততে চান দুই ম্যাচেই।

টি-টোয়েন্টিতে অন্যতম সেরা দল আফগানিস্তান এ বছর ৬টি টি-টোয়েন্টি খেলে জিতেছে ৪টিতে। সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। টাইগার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের অনুপ্রেরনায় টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আত্মবিশ্বাসি আফগান অধিনায়ক রশিদ খান।

এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর আগে দু’দলের ৯ ম্যাচের পরিসংখ্যানে আফগানিস্তান ৬টি ও বাংলাদেশের জয় ৩টি তে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM