কক্সবাজারের উখিয়া উপজেলায় চলমান ভারি বৃষ্টি পাতে পাহাড় ধ্বসের ঘটনায় এক রোহিঙ্গা শিশু নিহত ও প্রায় ৪ জন আহত হয়েছে।
শনিবার (১৫-জুলাই-২৩) উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট বি /২৬ ব্লকে এ ঘটনা ঘটে।
এপিবিএন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো: ফারুক আহমেদ জানান, ভারী বৃষ্টির কারনে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এ মো: ফারুক ও আব্দুল মোন্নাফ নামের দুইজন রোহিঙ্গা শরনার্থীর বসতি ঘরের উপর পাহাড় ধ্বসে পরলে উক্ত পরিবার দুটির মোট ০৪ জন সদস্য আহত হয়।
আহত ৪ জনের মধ্যে উম্মে রুম্মান নামের ২ বছরের একটি মেয়ে শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়লে আশেপাশের রোহিঙ্গারা উদ্ধার করে তাকে দ্রুত উক্ত ক্যাম্পের আর পি এন হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়।
পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কুতুপালং এম এস এফ হাসপাতালে রেফার্ড করে। অবস্থা আরো গুরুতর হলে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম মেডিকেলে নেবার পথেই শিশুটি মৃত্যু বরণ করে। অন্যান্য আহতরা হচ্ছেন: মো: সাদিক এর পুত্র ওমর ফারুক (২৭), তার স্ত্রী মোছা: সবুরা (২৩), পুত্র খাইরুল হক (৮)।
স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে ক্যাম্পে অবস্থান করছেন। তারা সুস্থ আছেন। পাহাড় ধ্বসে শেল্টার হাউজ ক্ষতিগ্রস্ত হওয়ায় উক্ত পরিবার দুটির সদস্যরা বর্তমানে তাদের আত্মীয়ের বাসায় অবস্থান করছে বলে জানা যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ আলী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পাহাড় ধ্বসের ঘটনা শোনার পর পরই উখিয়া থানা পুলিশের এক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
জেএন/পিআর