চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু,একদিনে আক্রান্ত ৯০

চট্টগ্রামেও ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টা সময়ে আড়াই বছর বয়সী এক শিশু এবং ৩০ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

- Advertisement -

চট্টগ্রামে এ নিয়ে চলতি বছর ১৫ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৯০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -google news follower

শনিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।

জানা গেছে শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৪টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আলমগীর নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

- Advertisement -islamibank

মো. আলমগীর (৩০) চট্টগ্রামের পটিয়া উপজেলার আবুল কালামের ছেলে। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখায় কর্মরত ছিলেন।

পার্কভিউ হাসপাতালের জিএম তালুকদার রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হন আলমগীর। শনিবার ভোর সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন।

এর আগে গেল ২৪ ঘন্টা সময়ে চট্টগ্রামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ডা. সুজন বড়ুয়া বলেন, গত ১৩ জুলাই শিশুটি মারা গেলেও আমরা রিপোর্ট পেয়েছি আজ। এ কারণে মৃত্যুর খবরটি আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামে এ নিয়ে চলতি বছর ১৫ জনের মৃত্যু হয়েছে।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৪ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ১ হাজার ৩০৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানান ডা. সুজন বড়ুয়া।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM