একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার (১৩ নভেম্বর) চট্টগ্রামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৮ জন প্রার্থী।
মনোনয়ন ফরম কিনেছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, আওয়ামী লীগ প্রার্থী সাংসদ এম আবদুল লতিফ ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান জুয়েল।
সন্ধ্যায় লাভলেইনের নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী এ তথ্য জানান।
মনোনয়ন কিনলেন যারা
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): জাকের পার্টির মো. নিয়ামুল হোসেন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): আওয়ামী লীগের মোস্তাফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সামসুল আলম হাসেম।
চট্টগ্রাম-৭ (হাটহাজারী): বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দীন কাদের চৌধুরী। এর আগে তিনি ফটিকছড়ি-২ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কেনেন।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম (বিএসসি), দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মোমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফরিদ খান।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া): সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম (বিএসসি), সামসুদ্দিন সিদ্দিকী (মুন্না শাহ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শেখ আহমদ হোসেন ।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর): ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।
চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর): আওয়ামী লীগের এম আবদুল লতিফ এমপি, কাজী মাহবুবুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. লোকমান সওদাগর।
চট্টগ্রাম-১২ (পটিয়া): দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান জুয়েল, এলডিপির এম ইয়াকুব আলী।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. দেলোয়ার হোসেন সাকি।
প্রসঙ্গত, নির্বাচনে অংশ নিতে তাঁরা পৃথকভাবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।