চট্টগ্রামে ১০ মাস বয়সী এক শিশু কণ্যাসহ আরো দুজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
মারা যাওয়া শিশুটির নাম রাজশ্রী ধর। সে আনোয়ারা উপজেলার বাসিন্দা রাজীব ধরের কন্যা। অপরজন হলেন চন্দনাইশ উপজেলার বাসিন্দা এলিনা হক।
আজ বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম থেকে এ দুজনের মৃত্যুর তথ্য প্রকাশ করে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হলো।
তাছাড়া ডেঙ্গু কন্ট্রোল রুম থেকে বলা হয়, চট্টগ্রামে নতুন করে আরও ১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৫ জন।
ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৬৫ জন। এদের ৯২৩ জন সরকারি হাসপাতালে এবং ৬৪২ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৩৩৫ জন।
জেএন/পিআর