চট্টগ্রামে বিএনপির পদযাত্রা শেষে ফেরার পথে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের উপ নির্বাচনের আওয়ামী লীগ প্রাথী মহিউদ্দীন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে।
বিএনপির কিছু কর্মী এ হামলা করেছে বলে অভিযোগ আওয়ামী লীগের। এদিকে এ ঘটনার জেরে বিকেলে নগর বিএনপি অফিসে হামলা চালিয়েছে সরকার দলীয় লোকজন। এ সময় পার্টি অফিসের বাইরে বিএনপির ব্যানার ফেস্টুনে আগুন জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।
বুধবার (১৯ জুলাই) বিকালে নগরীর কাজির দেউড়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে সরকারের পদত্যাগের দাবীতে পদযাত্রা শুরু করে বিএনপি।
পদযাত্রাটি নগরীর নিউ মার্কেট, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে শেষ হয়। এরপর পদযাত্রা শেষে ফেরার পথে নগরীর লালখানবাজার এলাকায় চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের উপ নির্বাচনের আওয়ামীলীগ প্রাথী মহিউদ্দীন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে হামলা করে বিএনপির কিছু কর্মী।
জেএন/পিআর